Sunrise from Tiger Hill (টাইগার হিল থেকে সূর্যোদয়)

 টাইগার হিল থেকে সূর্যোদয়:

দিনটা ছিল ১৩ ই মার্চ ,২০২২। আমরা পাঁচজন (আমি , Sruji , Sanhita,  Anamitro  আর Roohani    )সকাল ৪টা নাগাদ রহনা দিলাম টাইগার হিল এর এর উদেশ্যে ।গাড়ি চললো আঁকাবাঁকা পাহাড়ি পথে।  ঘুটঘুটে অন্ধকার সাথে প্রচন্ড ঠান্ডা , সে এক অন্যরকম অনুভূতি। যাইহোক সকাল পাঁচটা নাগাদ পৌঁছলাম টাইগার হিল এ। অসংখ্য দর্শক উৎসুক চোখে অপেক্ষারত। রাস্তার পেঁচে আমার যে দিকভ্রম হেয়েছে তা নিশ্চিত। স্থানীয় এক দিদিকে সূর্যোদয় এর দিক জিজ্ঞাসা  করলাম আর সাথে চুমুক দিলাম গরম কফিতে। এখন সূর্যোদয় এর দিক নির্ধারিত, শুধু ঘুমন্ত বুদ্ধের ঘুম ভাঙার পালা। 

কিছুক্ষনের মধ্যেই  সূর্যের সোনালী আলো ঢোলে পরলো পৃথিবীর বুকে। ঘুম ভাঙলো কাঞ্চনজংঘার । আস্তে আস্তে আলোকিত হলো ধরিত্রীর  কোল।  সকলে অবাক হয়ে তা উপভোগ করলাম । আর তার সাক্ষী হয়ে থাকলো আমাদের মোবাইল ফোন আর ক্যামেরা। 









0 comments:

Post a Comment

My Instagram